স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ নভেম্বর : সরকারকে ঘুমে রেখে দুর্নীতির আরো এক ফন্দি খুঁজে বের করল চুনোপুঁটি নেতারা। সরকার খেলাধুলার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিলেও চুনোপুঁটি নেতারা জনগণের সম্পদ গিলে খাওয়ার চেষ্টা করছে। ২০২২ সালের ১লা ডিসেম্বর মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে উদ্বোধন হয়েছিল সাতচাঁদ আটডি ব্লকের অধীন দৌলবাড়ী গ্রাম পঞ্চায়েতের হরিনা টিলা এলাকার ইনডোর স্টেডিয়াম।
খেলোয়াড়দের উন্নত পরিকাঠামো প্রদানের লক্ষ্যে নির্মিত এই ইনডোর স্টেডিয়ামটি বর্তমানে সাব্রুম মহকুমার বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিভাগের পাওয়ার গ্রিডের কাজের জন্য আসা বহিঃ রাজ্যের শ্রমিকদের দখলে। ৪০ থেকে ৪৫ জন শ্রমিক এখানে প্রতিদিন থাকছেন প্রায় পাঁচ ছয় মাস ধরে। এ বিষয়ে আরো একটি চাঞ্চল্যকর তথ্য উঠে আসে যে শ্রমিকদের এখানে থাকা বাবদ প্রতি মাসে ১৫ হাজার টাকা করে ভাড়া দিতে হচ্ছে। দৌলবাড়ি পঞ্চায়েতের প্রধান মেম্বারদের উপস্থিতিতেই ভাড়া বাবদ ১৫ হাজার টাকা গীতা রানী নাথের একাউন্টে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই মোতাবেক তারা প্রতিমাসে ভাড়া বাবদ ১৫ হাজার টাকা দিয়ে যাচ্ছেন বলে সূত্রের খবর। এখন দেখার বিষয় সাতচাঁদ ব্লক প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করেন? নাকি সুশাসন জামানায় বাকি দুর্নীতির মত সমস্ত কিছুই মাপ হয়ে যায় সেটাই এখন দেখার বিষয়।

