Thursday, November 13, 2025
বাড়িরাজ্যআশীষ দাস হত্যা মামলার মূল অভিযুক্ত জামিনে মুক্ত, পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতৃত্ব

আশীষ দাস হত্যা মামলার মূল অভিযুক্ত জামিনে মুক্ত, পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতৃত্ব

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ নভেম্বর :  আবারো শিরোনামে ছোটসুরমা! আশীষ দাস হত্যা মামলার মূল অভিযুক্ত জামিনে মুক্ত, বিচারের আশায় চোখ ভেজা মায়ের আর্তনাদ মা – পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতৃত্ব। আশীষ দাসকে নির্মমভাবে খুন করা হয়েছিল, আর সেই ঘটনায় শাসকদলের হেভিওয়েট নেতৃত্বের নাম জড়িয়ে পড়তেই গোটা রাজ্যে শুরু হয়েছিল তোলপাড়।

দিনের পর দিন উত্তপ্ত হয়েছিল রাজ্যের রাজনীতি, পথে নেমেছিল সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দল, শেষ পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তারও করেছিল পুলিশ। আদালতে হয়েছিল শুনানি, চলেছিল বিচার প্রক্রিয়া। কিন্তু বর্তমানে আবারো সেই পুরনো ক্ষতটিই যেন মাথা তুলছে নতুন করে।

কারণ, সেই অভিশপ্ত ইট ভাট্টার মালিক, আশীষ দাস হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সৌভিক দাস এখন জামিনে মুক্ত! বিচারের আশায় যাদের বুক ফেটে গিয়েছিল, সেই আশীষের অসহায় মা ও পরিবার এখন আবারো দৌড়াচ্ছেন এক থানা থেকে আদালতে,  শুধুমাত্র ন্যায়বিচারের আশায়! এই কঠিন সময়ে, যখন রাজ্যের রাজনৈতিক পরিবেশে শীতলতা নেমে এসেছে, তখন আশার আলো হয়ে হাজির হলেন বিরোধী দলের নেতারা। মৃত আশীষ দাসের পরিবারের খোঁজখবর নিতে এবং তাদের পাশে দাঁড়াতে, আজ সেই বাড়িতেই উপস্থিত হন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, রাজ্য কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, সাথে ছিলেন জেলা ও ব্লক স্তরের একাধিক নেতা-নেত্রীও। পরিবারকে সান্ত্বনা দিয়ে সুদীপ রায় বর্মন বলেন, ন্যায় বিচারকে কোনভাবেই থামানো যাবে না, আশীষের হত্যাকারীরা শেষ পর্যন্ত শাস্তি পেতেই হবে। অন্যদিকে রাজ্য সভাপতি আশীষ কুমার সাহা জানান, একজন নিরপরাধ তরুণের প্রাণনাশের পেছনে যারা রয়েছে, তারা যতই ক্ষমতাশালী হোক, কংগ্রেস তাদের আইনি শাস্তি নিশ্চিত করবে। ছোটসুরমার সেই শোকাহত পরিবার আজও আশায় বুক বেঁধে আছে, হয়তো একদিন সত্যিই বিচার মিলবে তাদের আশীষের জন্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য