স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৪ নভেম্বর : ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। মালগাড়ির সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। এখনও পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর সামনে আসছে। আহত বহু। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ভয়াবহ ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুরে। কীভাবে দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।

