স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ নভেম্বর : স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন প্রদান করল প্রদেশ যুব কংগ্রেস। সম্প্রতি অপটোমেট্রি নিয়োগের জন্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা গ্রহণের পর চাকুরি প্রত্যাশীরা নানান অভিযোগ উত্থাপন করে পুনঃরায় পরীক্ষা গ্রহণের দাবি জানায়। একই বিষয় নিয়ে এইদিন প্রদেশ যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল স্বাস্থ্য দপ্তরে গিয়ে দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশান প্রদান করে। প্রতিনিধি দলে ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহা।
তিনি জানান দুর্নীতির পূর্বাভাস পেয়ে প্রদেশ যুব কংগ্রেস আগেই স্বাস্থ্য দপ্তরের নিকট ডেপুটেশান দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও দেখা গেছে স্বাস্থ্য দপ্তর অপটোমেট্রি নিয়োগের জন্য যে পরীক্ষা নিয়েছে, সেই পরীক্ষা গ্রহণ নিয়ে অনেক অভিযোগ উত্থাপন করেছে পরীক্ষার্থীরা। তাই এই ঘটনার সঠিক তদন্ত সহ পুনঃরায় স্বচ্ছতার সাথে পরীক্ষা গ্রহণের দাবি জানানো হয়েছে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট।
উল্লেখ্য, পরীক্ষার্থীদের কাছ থেকে গত ৩০ অক্টোবর ডেপুটেশন প্রদান করে অভিযোগ তোলা হয়েছিল, চাকুরি প্রত্যাশীদের সন্দেহ পরীক্ষা গ্রহণের পূর্বে পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস হয়ে গেছে। তাই চাকুরি প্রত্যাশীরা বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরে গিয়ে পূর্বের নেওয়া পরীক্ষা বাতিল করে পুনঃরায় পরীক্ষা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিকর্তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন। এদিকে একজন পরীক্ষার্থী জানান, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা প্রশ্ন তুলে, পরীক্ষার পরের দিন থেকেই বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে কয়েকটি পিডিএফ, লিঙ্ক ভাইরাল হয়ে যায়। সেখান থেকে ৭০ – ৮০ শতাংশ পরীক্ষার প্রশ্ন হুবহু ধারাবাহিকভাবে নেওয়া হয়েছে, যা প্রায় অসম্ভব, কারণ পরীক্ষার হল থেকে প্রশ্নপত্র ফেরত নিতে দেওয়া হয়নি এবং কোনও ওএমআর কার্বন কপিও ফেরত দেওয়া হয়নি। অসম্পূর্ণ বিকল্পগুলির সাথে কয়েকটি প্রশ্ন ভুল ছিল।

