Thursday, November 13, 2025
বাড়িজাতীয়দেশে ৩০০০ কোটির ডিজিটাল অ্যারেস্ট! ‘কড়া হাতে’ মোকাবিলা চায় সুপ্রিম কোর্ট

দেশে ৩০০০ কোটির ডিজিটাল অ্যারেস্ট! ‘কড়া হাতে’ মোকাবিলা চায় সুপ্রিম কোর্ট

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৩ নভেম্বর : আগেই দেশজুড়ে সাইবার প্রতারণা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। চক্রান্ত রুখতে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার কথাও ভাবছে শীর্ষ আদালত। এই অবস্থায় বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বের ডিভিশন বেঞ্চের মন্তব্য, সাইবার জালিয়াতির বিরুদ্ধে ‘শক্ত হাতে’ ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। এদিন সুপ্রিম কোর্ট তথ্য দেয়, আমজনতাকে ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে ফেলে পর্যন্ত প্রায় ৩০০০ কোটি টাকা হাতিয়েছে প্রতারকরা। অধিকাংশ প্রবীণ নাগরিক জালিয়াতির শিকার হয়েছেন।

সোমবার বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, আদালত এই বিষয়ে (ডিজিটাল অ্যারেস্ট-সহ অন্য সাইবার প্রতারণা) সকল পক্ষের বক্তব্য শুনবে এবং বিষয়টি তদারকির জন্য সিনিয়র অ্যাডভোকেট এনএস নাপ্পিনাইকে নিয়োগ করবে। শুনানিতে সর্বোচ্চ আদালত যেমন শক্ত হাতে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে, তেমনই সলিসিটার জেনারেল তুষার মেহতা আক্ষেপের স্বরে বলেন, অধিকাংশ প্রবীণ নাগরিক প্রতারিত হচ্ছেন। মেহতা আদালতকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রকের একটি বিশেষ ইউনিট এই ধরনের অভিযোগের তদন্ত করছে। তারা বিস্তারিত রিপোর্ট দাখিলের জন্য সময় চেয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য