স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ নভেম্বর : মাঝ বয়সী মহিলার মৃত্যু ঘিরে রবিবার রাতে উত্তেজনা ছড়ালো বিলোনিয়া হাসপাতাল চত্বরে। মৃতার নাম সঞ্জু দাস সরকার। বাড়ি বিলোনিয়া থানাধীন উত্তর ভারত চন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর এলাকায়। স্বামী সাধন সরকারের বক্তব্য গতকালই তার ডায়রিয়ার সমস্যা হয়েছিল। রাতের বেলা শারীরিক অবস্থার অবনতি হয়। দ্রুত বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালে আনার পরে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে মেয়ের মৃত্যুর খবর পেয়ে বিলোনিয়া শহর সংলগ্ন সুকান্ত নগর থেকে হাসপাতালে ছুটে আসে মৃতা সঞ্জু দাস সরকারের বাপের বাড়ির লোকজন। তাদের অভিযোগ তাদের মেয়েকে খুন করেছে শ্বশুরবাড়ি লোকজন। মৃতার বাপের বাড়ির বক্তব্য ডায়রিয়া হলে বা অসুস্থ হলে একদিনেই রোগী মারা যায় না, তাই মৃত্যুর জন্য মেয়েটার স্বামী সাধন সরকার দায়ী বলে দাবি করেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে ময়না তদন্তের পর মৃত্যুর আসল রহস্য সামনে আসবে।

