স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ নভেম্বর :রহস্যজনকভাবে মৃত্যু হল রাজ্য রঞ্জি দলের তথা ভারতীয় অনুর্ধ্ব জাতীয় দলের ক্রিকেটার রাজেশ বণিকের। শুক্রবার রাতে বিদ্যাসাগর কাটাসোলা এলাকায় নিজ বাড়িতে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। পরবর্তী সময়ে তাকে উদ্ধার করে পাঠানো হয় জিবি হাসপাতালে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তারপর কয়েকজন মিলে তার মৃতদেহ শনিবার ভোরে নিয়ে আসে বটতলা মহাশ্মশানে। কিন্তু বটতলা মহাশ্মশানে আনার পর মৃতদেহে রক্ত দেখতে পেয়ে সন্দেহ হয় ডোমের।
তারপর মৃত দেহ ফিরিয়ে দেওয়া হয়। তারপর কয়েকজন যুবক মৃতদেহ নিয়ে জিবি হাসপাতালের মর্গে গিয়ে চিকিৎসকের সাথে বাক-বিতন্দ্রায় জড়িয়ে পড়ে। তবে চিকিৎসকের কাছে দাবী করেন রাজেশের মৃত্যুর শংসাপত্র দেওয়ার জন্য। কিন্তু চিকিৎসকের বক্তব্য মৃতদেহ ময়না তদন্ত করতে হবে। শেষ পর্যন্ত ঝামেলা কাটিয়ে দুপুরে নাগাদ মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। মৃতদেহ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের নিয়ে যাওয়া হবে সেখানে শেষ শ্রদ্ধা জানান খেলোয়াড়রা। তারপর শেষকৃত্য সম্পন্ন করতে নিয়ে যাওয়া হয় বটতলা মহাশ্মশানে।

