স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ অক্টোবর : বৃহস্পতিবার রাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই একটি বোলেরো গাড়ি সহ লক্ষাধিক টাকার সামগ্রী। ঘটনা ধর্মনগর মহাকুমার পদ্মপুর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রাত আনুমানিক ৯ টার নাগাদ পদ্মপুর মধু বাড়ি লিংক রোডে ত্রিপুরেশ্বরী স্কুলের সংলগ্ন শ্রীধাম দাসের জায়গায় একটি গোডাউনে আগুন লেগে যায়। সেই গোডাউনে ওই এলাকারই দিলীপ পালের ছেলে রুপন পাল বিস্কুট মজুদ রেখে ব্যবসা করত, সেই গোডাউনের পাশেই ছিল শ্রীধাম দাসের একটি বোলোরো গাড়ি।
ধীরে ধীরে আগুন গাড়িতে ছড়িয়ে পড়ে। গাড়িও পুড়ে ছাই হয়ে যায়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে এলাকায় ছুটে আসে, আগুন নিয়ন্ত্রণে আনে। রুপন পালের ভাইয়ের কাছ থেকে জানা যায় প্রায় ছয় লক্ষ টাকার বিস্কুট মজুত ছিল এই গোডাউনে। সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। বিশ্বস্ত সূত্রে মাধ্যমে জানা যায়, শ্রীধাম দাস ত্রিপুরা পুলিশের কনস্টেবল। বর্তমানে সে কাঞ্চনপুরে থানায় কর্মরত রয়েছে। এই গোডাউনেই একবার উদ্ধার হয়েছিল অবৈধভাবে রাখা নিষিদ্ধ বার্মিজ সিগারেট। অবৈধ বার্মিজ সিগারেট ব্যবসায় শ্রীধাম দাসের নাম বহুবার জনসম্মুখে এসেছে। যার কারণে কোন রকম রহস্য রয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উত্তর দিচ্ছে এলাকাবাসীর মনে।

