স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ সেপ্টেম্বর : নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনৈতিক প্রতিহিংসা মূলক সন্ত্রাস ভয়াবহ রূপ ধারণ করছে। শুক্রবার দুপুরে খয়েরপুর বিধানসভা কেন্দ্রের আর কে নগর সিপিআইএম কর্মী সমর্থকদের বাড়িতে প্রবেশ করে দুর্বৃত্তরা ব্যাপক ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। মানুষজন আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করে।
কেউ কেউ বাড়ি ঘর ছেড়ে আশপাশ এলাকায় গিয়ে আত্মগোপন করে। খবর পেয়ে ছুটে আসে দমকল কর্মীরা। দীর্ঘ প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। অভিযোগের তীর শাসক দল বিজেপির বিরুদ্ধে। এদিন অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকার সিপিআইএম নেতা সুমন মিয়া ও দীপক বর্ধনের বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আক্রান্তের শিকার সিপিআইএম কর্মী সমর্থকরা জানান, এদিন এলাকায় বিজেপি’র মিছিলের পর স্লোগান দিয়ে বাড়িতে প্রবেশ করে শাসক দলের দুর্বৃত্তরা। তারপর ব্যাপক ভাঙচুর চালায়। পরে লুটপাট ও অগ্নিকান্ডের ঘটনাও সংগঠিত করে তারা।