স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ সেপ্টেম্বর : ৮ সেপ্টেম্বর আগরতলাবাসীর জন্য ভয়ংকর দিন। ২০২১ সালে ৮ সেপ্টেম্বর অগ্নিগর্ভ হয়ে উঠেছিল আগরতলা শহর। বিরোধী দলের অফিস থেকে শুরু করে মানুষের বাড়ি ঘর ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনার সাক্ষী ছিল আগরতলা শহর বাসী। সেই চিত্র নিয়ে ডি ওয়াই এফ আই পক্ষ থেকে তুলে ধরে যুব সংগ্রাম প্রতিবেদনের প্রকাশ করলেন আইনজীবী রাজশ্রী পুরকায়স্থ।
পুলিশের সদর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এই প্রতিবেদনে সেদিনের ভয়াবহ ছবি জনগণের সামনে তুলে ধরা হয়েছে। এবং সেই প্রতিবেদন থেকে মানুষকে জাগ্রত হওয়ার জন্য আহ্বান জানায় ডিওয়াইএফআই বলে জানান আইনজীবী রাজশ্রী পূরকায়স্হ। তিনি আরো বলেন, রাজ্যের মানুষ এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিদিন মানুষের বাড়ি ঘর সম্পত্তি এবং রক্তাক্তের ঘটনা সংঘটিত হচ্ছে। তবে এক বছর আগে ৮ সেপ্টেম্বর শহরবাসীর জন্য দিনটি ছিল কালো দিন। এই অভিশাপের চিত্র শুরু হয়েছিল ৬ সেপ্টেম্বর থেকে, চলে নয় সেপ্টেম্বর পর্যন্ত। বিরোধী রাজনৈতিক দলগুলি ৪৩ টি অফিসে অগ্নিকাণ্ড ও ভেঙে ঘুরিয়ে যাওয়া হয়। প্রায় ৬৪ টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেওয়া হয়। ২৪ জন মানুষ আহত হয়। এমনকি একজনের মৃত্যুও হয়। শুধু তাই নয় চার থেকে পাঁচজন আইনজীবীও আক্রান্ত হয়েছিলেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পুলিশ তারপরও নিষ্ক্রিয় ছিল। শেষ পর্যন্ত উচ্চ আদালতে যখন জনস্বার্থ মামলা হয় তখন পুলিশ রঘুনাথ লোধ নামে এক দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে। কিন্তু পরের দিনই জামিন দিয়ে বের করে নেওয়া হয় সেই দুর্বৃত্তকে। তাই এই প্রতিবেদনটি পড়ে মানুষ যাতে সজাগ হতে পারে তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আইনজীবী। আয়োজিত প্রতিবেদন প্রকাশ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্যরা।