Friday, March 29, 2024
বাড়িরাজ্যআগরতলার জন্য নবরত্ন : ইস্তেহার তৃণমূল কংগ্রেসের

আগরতলার জন্য নবরত্ন : ইস্তেহার তৃণমূল কংগ্রেসের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ নভেম্বর : আসন্ন নগর নির্বাচনকে সামনে রেখে ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। উন্নয়নের জোয়ারে যেমন বাংলা মাতোয়ারা, অনুরূপভাবে আগরতলা পুর নিগমকে সাজিয়ে তুলতে ইস্তেহার প্রকাশ করছে তৃণমূল কংগ্রেস। আগরতলা পুর নিগমের সমস্ত আসনে তৃণমূল কংগ্রেস লড়তে চলেছে। এর মধ্যে ২৮ জন মহিলা প্রার্থী রয়েছে। প্রার্থীরা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ থাকার পরও আদালতের নির্দেশ অগ্রাহ্য করছে প্রশাসন। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিধায়ক সকলেই হুমকি শাসানি দিয়ে চলেছে বিরোধী দলগুলিকে। বিজেপির গণতন্ত্রের প্রতি আস্থা নেই। রাজ্যের মানুষ বিজেপি বিকল্প চাইছে। বিকল্প হিসেবে মানুষ তৃণমূলকে সমর্থন করতে শুরু করেছে। তাই একের পর এক অগণতান্ত্রিক পদক্ষেপ গ্রহণ করছে বিজেপি। কিন্তু এভাবে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে না। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইস্তেহার প্রকাশ করা হচ্ছে তার নাম দেওয়া হয়েছে আগরতলার জন্য নবরত্ন।

এর মধ্যে ৯ টি বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। এগুলি ঐতিহাসিক শহর আগরতলা জন্য গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু সরকার রায়। তিনি বলেন ইস্তেহার প্রকাশ করা হয়েছে এইগুলি ঐতিহাসিক শহর আগরতলা জন্য। উন্নত নগর ও উন্নত সমাজের জন্য প্রথম কর্মসূচিতে হল খানাখন্দহীন আগরতলা শহর। সড়ক নিরাপত্তা সুরক্ষিত করা, নিয়মিত রক্ষণাবেক্ষণ করা, বিনামূল্যে ওয়াইফাই প্রদান করা, বায়োটয়লেট নির্মাণ করা এবং আগরতলা শহরে ৯ টি বাজারগুলিতে অগ্নি নির্বাপক ব্যবস্থা, এটিএম, সোলার প্যানেলের ব্যবস্থা করা। এছাড়াও বটতলা মহাশ্মশানে ১০ কোটি টাকা বিনিয়োগ করে যথাযোগ্য মর্যাদার সাথে যাতে প্রত্যেকটি মানুষের শেষকৃত্য সম্পন্ন হয় তার ব্যবস্থা করা হবে। পাশাপাশি শহরে ৩০০ মিটার অন্তর অন্তর আলোর ব্যবস্থা করা হবে। শহরের ৩০ টি বড় চৌমুহনীতে উচ্চ ক্ষমতাসম্পন্ন বাতিস্তম্ভ স্থাপন করা, ১০০ শতাংশ শহর সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করা, ৭০০ টি অতিরিক্ত সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করা, জনগণের সুরক্ষার জন্য টহলদারী ভ্যানের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। তিনি আরো বলেন মনোনীত প্রার্থীরা জয়ী হয় নিজ নিজ এলাকায় গিয়ে নিয়মিত জনসংযোগ করেন মানুষের সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করবে। এবং এলাকার সুবিধার্থে মানুষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। এদিন আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় এবং রাজ্য স্তরের নেতৃত্বরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য