স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ অক্টোবর :মঙ্গলবার গভমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার প্রবীণ দিবস উদযাপন করা হয়। ২৮ অক্টোবর মঙ্গলবার গভর্নমেন্ট পেনশনার্স এসোসিয়েশন ত্রিপুরার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ৩৫ তম বিশ্ব প্রবীণ দিবস উদযাপিত হয়।
অনুষ্ঠানে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চারজন প্রবীণকে সম্মাননা জ্ঞাপন করা হলো। তাঁরা হলেন সদরের ব্যোমকেশ সখা দেবনাথ, সুভাষ দাস, সোনামুড়ার মোঃ আবুল বসার ও সাব্রুমের থেঙ্গাফ্রু মগ।অনুষ্ঠানে বিশ্ব প্রবীণ দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা হয়।পরে শারদ সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া হয় বলে জানান সাধারণ সম্পাদক বাদল বৈদ্য।

