স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ সেপ্টেম্বর : নগরোন্নয়ন দপ্তরের অধীনে থাকা টি ইউ এল এম-র উদ্যোগে টাউন হলে শুরু হয়েছে দুদিন ব্যাপী মেগা ঋন দান শিবির এবং স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্কের উপর কর্মশালা। এদিনের অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী মনোজ কান্তি দেব। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, টি ইউ এল এম-র এম ডি ডা বিশাল কুমার, নগরোন্নয়ন দপ্তরের অধিকর্তা তমাল মজুমদার সহ অন্যান্যরা। বেকার যুবক যুবতীদের স্ব নির্ভর করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ত্রিপুরা শহরী আজিবিকা মিশন।
ত্রিপুরা শহরী আজিবিকা মিশনের অধীন গঠন করা হয়েছে দরিদ্র মহিলাদের নিয়ে স্ব সহায়ক দল। ব্যাঙ্কের মাধ্যমে ঋন প্রদান, দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ, অস্থায়ী ও গৃহহীনদের জন্য স্থায়ী আবাসের ব্যবস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রী চান প্রত্যেকে যেন আত্মনির্ভর হয়। আত্ম নির্ভর দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। সেই লক্ষ্যে কাজ করছে কেন্দ্র ও রাজ্য সরকার। দেশের ৩৪ কোটি বেকারকে স্ব নির্ভর করার জন্য উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। মহিলারা রোজগার ও সঞ্জয় করতে জানে বলে জানান মন্ত্রী মনোজ কান্তি দেব। এদিন মোট ১৩ কোটি ৪৪ লক্ষ টাকার ঋন প্রদান করা হয়।