Tuesday, November 18, 2025
বাড়িরাজ্যপ্রধানের বিরুদ্ধে আনিত অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি হয় সোমবার

প্রধানের বিরুদ্ধে আনিত অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি হয় সোমবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ অক্টোবর : কদমতলা আর.ডি ব্লকের অন্তর্গত রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে আনিত অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি হয় সোমবার। জানা যায় ১১ সদস্য বিশিষ্ট রাজনগর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস দলের ৪ জন, সিপিআইএম দলের ২ জন এবং বিজেপি দলের ৫ জন জন সদস্য ছিল। কংগ্রেস ও সিপিআইএম যৌথভাবে পঞ্চায়েত দখল করে। পঞ্চায়েতের প্রধান নির্বাচিত করা হয় রুবি রানী দাসকে।

সম্প্রতি কংগ্রেস দলের নির্বাচিত জন প্রতিনিধিরা প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। এবং জেলা পঞ্চায়েত আধিকারিকের নিকট অনাস্থা প্রস্তাব প্রদান করা হয়। জেলা পঞ্চায়েত আধিকারিকের নির্দেশে সোমবার রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আনিত অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি হয়। এইদিন রাজনগর গ্রাম পঞ্চায়েত অফিসে এই ভোটাভুটি হয়। এইদিনের ভোটাভুটিতে উপস্থিত ছিলেন প্রিসাইডিং অফিসার কাজল দাস এবং অবজারভার হিসেবে দায়িত্বে ছিলেন পানিসাগর আরডি ব্লকের অ্যাডিশনাল বিডিও জয় মানিক বংশী।

এইদিনের নির্বাচনের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার জানান রাজনগর গ্রাম পঞ্চায়েতের ১১ জন সদস্যের মধ্যে এইদিন প্রধানের বিরুদ্ধে আনিত অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দান করে ৯ জন সদস্য। তিনি আরও জানান এই দিনের ভোটাভুটির রিপোর্ট তিনি জেলা পঞ্চায়েত আধিকারিকের নিকট জমা দেবেন। পরবর্তী সময় জেলা পঞ্চায়েত আধিকারিক যা ব্যবস্থা নেওয়ার নেবেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য