Tuesday, November 18, 2025
বাড়িরাজ্যবিদ্যুৎ নিগমের অবহেলায় মৃত্যুর সাথে পাঞ্জা লাড়ছে এক ব্যক্তি

বিদ্যুৎ নিগমের অবহেলায় মৃত্যুর সাথে পাঞ্জা লাড়ছে এক ব্যক্তি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ অক্টোবর :  বিদ্যুৎ নিগমের অবহেলার কারণে বিদ্যুৎ সংস্পর্শে মৃ*ত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক ব্যক্তি। ঘটনা তেলিয়ামুড়া তৃষাবাড়ি এলাকায়। জানা গেছে, রবিবার দুপুর নাগাদ স্থানীয় বাসিন্দা বিক্রম সিংহ রাস্তার পাশের একটি বৈদ্যুতিক তার মেরামত করার চেষ্টা করেছিলেন। সেই সময় অসাধারণতার কারণে বিদ্যুৎ প্রবাহিত তারে হাত পড়তেই মুহূর্তের মধ্যে তিনি বিদ্যুতের ছোবলে গুরুতরভাবে আহত হন।

 ঘটনাটি প্রত্যক্ষ করে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা তৎক্ষণাৎ আহত বিক্রম সিংহকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। বর্তমানে সে তেলিয়ামুড়া মহুকুমা হাসপাতালের জরুরীকালীন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সুত্রে জানা যাচ্ছে, বিদ্যুৎ দপ্তরের অবহেলার কারণেই এমন দুর্ঘটনা ঘটতে পারে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য