স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ অক্টোবর : কমলপুরের ঘটনায় আহতদের দেখতে জিবি হাসপাতালে যান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। জিবি হাসপাতালে গিয়ে এইদিন কমলপুরের ঘটনায় আহতদের সাথে কথা বলেন।
অবগত হন গোটা ঘটনার বিষয়ে। পরবর্তী সময় তিনি জিবি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সাথে কথা বলে আহতদের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সবশেষে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বনধের নামে ষড়যন্ত্র করা হয়েছে। সালেমা ব্লকের বিডিও ও একজন ইঞ্জিনিয়ারের উপর প্রাণঘাতী হামলা করা হয়েছে। এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তিনি দাবি জানান যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের কঠোর শাস্তি প্রদান করা হোক।

