Tuesday, November 18, 2025
বাড়িরাজ্যপুলিশের সদর কার্যালয়ে সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন এ আই ডি এস ও...

পুলিশের সদর কার্যালয়ে সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন এ আই ডি এস ও -র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ অক্টোবর :  জুলাইবাড়ী স্থিত রামরাইবাড়ী উচ্চ বিদ্যালয়ে পুরনো শিক্ষকদের বিদ্যালয়ে পুনরায় বদলি করে আনার দাবিতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের উপর পুলিশ কর্তৃক লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ তুলে প্রতিবাদে শামিল হল এ আই ডি এস ও।

শুক্রবার রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় সংগঠনের কর্মী সমর্থকরা। তারপর রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকরের কাছে ডেপুটেশন প্রদান করেন সংগঠনের নেতৃত্ব। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রামপ্রসাদ আচার্য

। তিনি জানান, রামরাইবাড়ি উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপর পুলিশের বল প্রয়োগ অত্যন্ত নিন্দনীয় ঘটনা। রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করে দাবী জানানো হচ্ছে অবিলম্বে অভিযুক্ত পুলিশ কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, আহত ছাত্রছাত্রীদের চিকিৎসার ব্যয়ভার নিতে হবে এবং ছাত্র-ছাত্রীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশের রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করতে হবে। নাহলে পুনরায় বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য