স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ সেপ্টেম্বর : গোমতী নদী দিয়ে ত্রিপুরায় জাহাজ আসার প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। প্রতারণার শিকার হয়েছে রাজ্যবাসী। এমনটাই অভিযোগ তুলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রতিশ্রুতির তীব্র প্রতিবাদ জানিয়ে উদয়পুর গোমতী নদীতে কাগজের নৌকা ভাসিয়ে জেলা কংগ্রেস প্রতিবাদ জানায় সোমবার।
উল্লেখ্য, দুই বছর আগে ৫ সেপ্টেম্বর প্রায় ৮২ লক্ষ টাকা ব্যয় করে সোনামুড়া শ্রীমন্তপুর গোমতী নদীতে জেটি তৈরি করা হয়। গোমতী নদীপথে সিপাহিজলা জেলার সোনামুড়া থেকে বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দি পর্যন্ত ৯০ কিমি দীর্ঘ অভ্যন্তরীণ জলপথে জাহাজ চালু করে পণ্য সামগ্রী নিয়ে আসা হবে। আর সেই সামগ্রী যাবে পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে, তবে শেষ পর্যন্ত জাহাজ না এসে ডিঙ্গি নৌকা দিয়ে ৫০ মেট্রিক টন সিমেন্ট আসে। আর আজও পর্যন্ত জাহাজের কোনো খবর নেই। এসেছে এক ডিঙ্গি নৌকা। আর জাহাজ আসার প্রতিশ্রুতিকে জুমলা দাবি করে কংগ্রেস, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার চেয়ারম্যান মনির হোসেন এর নেতৃত্বে গোমতী নদীতে কাগজের নৌকা ভাসিয়ে তার প্রতিবাদ জানানো হয়।