স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ সেপ্টেম্বর : ত্রিপুরায় জেলা স্তরে তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি করতে জেলা কনভেনরদের নাম ঘোষণা করা হয় সোমবার। এদিন প্রদেশ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের সংসদ সুস্মিতা দেব এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব রাজীব বন্দ্যোপাধ্যায় এই নামের ঘোষণা দেন। তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব বলেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ১২ টা জেলার কনভেনরদের নাম ঘোষণা করা হয়েছে। ত্রিপুরায় মোট ৮ টি জেলা আছে।
কিন্তু দলের সাংগঠনিক কাজকর্মের সুবিধার্থে ১২ টা জেলায় বিভক্ত করে নাম ঘোষণা করা হয়েছে এদিন। তিনি আরো বলেন, খুব দ্রুত ব্লক কমিটি ঘোষণা করা হবে, তারপর জেলা সভাপতি ঘোষণা করা হবে। ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূল কংগ্রেস আগামী বিধানসভা নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুত। আগামীদিনে তৃণমূল কংগ্রেস গ্রামীণ কমিটি নির্বাচনেও অংশগ্রহণ করবে। এবং মানুষের কাছ থেকে ভালো সাড়া পাবেন বলে আশা ব্যক্ত করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পান্না দেব।