স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ অক্টোবর : রাজ্য সফরে এলেন সস্ত্রীক গোয়ার রাজ্যপাল পশুপতি অশোক গণপতি রাজু। রাজ্য সফরকালে সস্ত্রীক গোয়ার রাজ্যপাল বৃহস্পতিবার সিপাহীজলা অভয়ারণ্য পরিদর্শনে যান। এইদিন তিনি সিপাহীজলা চিড়িয়াখানার পশুপাখি সহ গোটা চিরিয়াখানা পরিদর্শন করেন।
গোয়ার রাজ্যপালের সাথে ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্ত, বিশালগড় মহকুমার মহকুমা শাসক বিঙ্কি সাহা, সিপাহীজলা চিড়িয়াখানার অধিকর্তা সিদ্ধার্থ দেববর্মা, সিপাহীজলা জেলা বন আধিকারিক অতনু চক্রবর্তী, সিপাহীজলা ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন নিরঞ্জন দেবনাথ, সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সূত্রধর, বিশালগড় মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক বিকাশ সিন্থিয়া, বিশালগড়ের ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস এবং সিপাহীজলা চিড়িয়াখানার কিউরেটর প্রাণতোষ দাস।

