স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ অক্টোবর : বিজেপির কর্মী সমর্থকদের উপর অতর্কিত হামলা চালালো শরিক দল তিপরা মথা বলে অভিযোগ।
ঘটনা মন্ত্রী বিকাশ দেববর্মার বিধানসভা কেন্দ্রের মুঙ্গিয়াকামি বাজার এলাকায়। আহত হয়েছে ২৫ থেকে ৩০ জন। হাসপাতালে চিকিৎসাধীন বহু কর্মী সমর্থক। ঘটনাস্থলে মোতায়েন করা হলো পুলিশ ও আধা সামরিক বাহিনী। জানা গেছে, ২৯ কৃষ্ণপুর মণ্ডলের বিজেপি মুঙ্গিয়াকামি শক্তি কেন্দ্রে হঠাৎ করেই অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ, সিভিল সোসাইটির বনধ সমর্থনকারী কর্মীদের সঙ্গে থাকা কয়েকজন তিপ্রা মথা সমর্থক এই হামলা চালায়। ঘটনায় অন্তত ২৫ থেকে ৩০ জন বিজেপি কর্মী-সমর্থক আহত হন। আহতদের তড়িঘড়ি করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।ঘটনাস্থলে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে এলাকাজুড়ে এখনও তীব্র উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, আগামীকাল ২৪ অক্টোবর মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা মুঙ্গিয়াকামী বাজারের মাঠে এক জনসভায় যোগ দেওয়ার কথা। সেই জনসভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে বিজেপি কর্মীরা শক্তিকেন্দ্রে প্রস্তুতি সভা করছিলেন। সভায় উপস্থিত ছিলেন বিজেপি ২৯ কৃষ্ণপুর মণ্ডল মাদার কমিটির অফিস সেক্রেটারি সুরেন্দ্র দেববর্মাসহ প্রায় ৪০ জন কর্মী-সমর্থক। অভিযোগ, সভা চলাকালীন সময়েই বনধ সমর্থনকারীরা জাতীয় সড়কের পাশে পিকেটিং করতে করতে হঠাৎই শক্তিকেন্দ্রে ঢুকে লাঠি, ইট-পাটকেল ও বাঁশ নিয়ে হামলা চালায়। এতে বহুজন গুরুতর আহত হন, যার মধ্যে রয়েছেন মাদার কমিটির অফিস সেক্রেটারি সুরেন্দ্র দেববর্মাও। পুলিশ পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, মুখ্যমন্ত্রীর জনসভাকে বানচাল করার উদ্দেশ্যেই এই পরিকল্পিত হামলা সংগঠিত হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন অভিযুক্তের নাম উল্লেখ করে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রশাসন পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে।

