Friday, March 29, 2024
বাড়িরাজ্যমহাকরণের গল্পের প্রতিবাদে স্বাস্থ্যমন্ত্রী দ্বারস্থ হতে চাইলেন বেকার ফার্মাসিস্টরা

মহাকরণের গল্পের প্রতিবাদে স্বাস্থ্যমন্ত্রী দ্বারস্থ হতে চাইলেন বেকার ফার্মাসিস্টরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ সেপ্টেম্বর : মহাকরণ থেকে মন্ত্রীর নিয়োগের গল্প আর শুনতে চায় না বেকার ফার্মাসিস্টরা। এবার স্বাস্থ্য মন্ত্রীর কাছে জানতে চায় ঘোষণা হওয়া শূন্যপদে কবে নিয়োগ হবে। উল্লেখ্য, ২০২১ সালে ডিসেম্বর মাসে ও চলতি বছরের আগস্ট মাসে রাজ্য মন্ত্রী সভার গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্য দপ্তরে ফার্মাসিস্ট নিয়োগের ঘোষণা দেওয়া হয়। কিন্তু এই নিয়োগ নিয়ে এখনো পর্যন্ত কোন নোটিফিকেশন জারি করা হয়নি। তাই সোমবার রাজ্যের বেকার ফার্মাসিস্টরা একত্রিত হয়ে মহাকরণে গিয়ে স্বাস্থ্য মন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান করতে যায়।

নির্বাচনের আগে এই নিয়োগ পক্রিয়া সম্পন্ন করার দাবি জানায় আন এমপ্লয়েড ফার্মাসিস্টরা। প্রায় সাড়ে তিন হাজার এলোপ্যাথী ও একশো জন আয়ুর্বেদিক  ও হ্যোমিওপ্যাথিতে বেকার ফার্মাসিস্ট রয়েছে রাজ্যে বলে জানান তারা। আরো বলেন হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক ফার্মাসিস্টের অভাবে রাজ্যের বহু হাসপাতাল বন্ধ হয়ে গেছে। সরকারের কোন ধরনের ইতিবাচক ভূমিকা নেই। সরকার শুধু মহাকরণের মাধ্যমে লোক নিয়োগের গল্প শোনাচ্ছে। কিন্তু নিয়োগের কোন দেখা মিলছে না। এ ধরনের গল্প আর না বানিয়ে ঘোষণা করা শূন্য পদে নিয়োগের দাবি জানায় তারা। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাইলে, দেখা করার সুযোগ মিলছে না। এমনকি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে পর্যন্ত ফোন করে সাড়া মিলছে না। আগামী দিনে দাবি পূরণ না হলে আন্দোলনে নামার ঘোষনাও দেন তারা। তবে সরকারের এহেন ভূমিকায় এদিনও হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে বেকার ফার্মাসিস্টদের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য