স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ অক্টোবর : ২৩ অক্টোবর তিপ্রাসা সিভিল সোসাইটির পক্ষ থেকে রাজ্যে ২৪ ঘন্টার বনধের ডাক দেওয়া হয়েছে। এই বনধের প্রধান মুখ প্রাক্তন জঙ্গি নেতা তথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। সাত দফা দাবিতে এই বনধের ডাক দেওয়া হয়েছে।
অথচ সরকার এই বনধের সমর্থনে নেই সেটা পরিষ্কার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে বলেন, এভাবে উন্নয়নকে স্তব্ধ করা যাবে না। তারা চাইছে এগুলি করে সংবাদ মাধ্যম দ্বারা প্রচারের আলোতে আসতে। যাতে সারা ভারতবর্ষে একটা বার্তা যায় ত্রিপুরা রাজ্যে উদ্বেগ জনক পরিস্থিতি চলছে। কিন্তু এগুলো করে তারা এগোতে পারবে না তারা। রাজ্যের উন্নয়ন ও শান্তি সম্প্রীতি কোনভাবেই নষ্ট হতে দেবে না সরকার। এর জন্য নিয়ম মেনে সরকারের যা করার তাই করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

