স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ অক্টোবর : চুরাইবাড়ি-কদমতলা সড়কে বাইক ও ডাম্পার গাড়ির মধ্যে সংঘর্ষে মৃত্যু বাইক চালকের। ঘটনা বুধবার সকালে চুরাইবাড়ি-কদমতলা সড়কের মাতা বিশ্বেশ্বরী সেবা আশ্রমের সামনে। নিহত বাইক চালকের নাম আবু বক্কর চৌধুরী। সে বাগন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। তার বাড়ি চুড়াইবাড়ি থানার অন্তর্গত বাগন গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডে।
যান দুর্ঘটনা প্রত্যক্ষ করে স্থানিয়রা খবর দেয় প্রেমতলা দমকল বাহিনীর কর্মীদের। দমকল কর্মীরা আহত বাইক চালককে উদ্ধার করে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর আহত বাইক চালককে মৃত বলে ঘোষণা করে দেন। এইদিকে দুর্ঘটনার পর ঘাতক গাড়ির চালক গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তী সময় চুড়াইবাড়ি থানার পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করে গাড়িটিকে আটক করতে সক্ষম হয়। তবে ঘাতক গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

