স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ অক্টোবর : ৬ দিন পর পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে উদ্ধার গরু। ঘটনা তেলিয়ামুড়া পুর পরিষদের অন্তর্গত ৭ নং ওয়ার্ডের মানিক সাহার বাসভবনের পরিত্যক্ত সেপটিক ট্যাংকে। বিগত ছয় দিন ধরে আটকে থাকা গরুকে অবশেষে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হলো তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়ের দুর্যোগ মোকাবিলা দল। পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার জানান, মঙ্গলবার তার কাছে ৯ নং ওয়ার্ডের নেতাজি নগর এলাকার বাসিন্দা নারায়ণ সাহা খবর দেন যে, তার একটি গরু প্রায় পাঁচ দিন ধরে নিখোঁজ।
খবর পাওয়ার পরই চেয়ারম্যান বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের নির্দেশ দেন গরুটির সন্ধান চালানোর জন্য এবং এ ধরনের কোনো ঘটনা চোখে পড়লে অবিলম্বে পুর কর্তৃপক্ষকে জানানোর আহ্বান রাখেন। এরপর খোঁজাখুঁজি করে বুধবার সকালে চেয়ারম্যান রূপক সরকারের নিজ ওয়ার্ড ৭ নং ওয়ার্ডের মানিক সাহার বাড়ির পরিত্যক্ত সেফটি ট্যাংকে গরুটির খোঁজ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় তেলিয়ামুড়া মহুকুমা শাসক কার্যালয়ের দুর্যোগ মোকাবিলা টিমকে। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করে।স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিনির্বাপক দপ্তরে খবর পাঠানো হলেও তারা ঘটনাস্থলে যথাসময়ে উপস্থিত হননি। তবে দীর্ঘ ছয় দিন ধরে সেপটিক ট্যাংকে আটকে থাকা গোমাতাকে জীবিত উদ্ধার করা নিঃসন্দেহে এক প্রশংসনীয় দৃষ্টান্ত।

