স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ সেপ্টেম্বর : বিভিন্ন দাবিতে এল আই সি -র এজেন্টরা গণঅবস্থানে শামিল হয় সোমবার। এদিন সকাল থেকে রাজধানীর প্যারাডাইস চৌমুহনি স্থিত এল আই সি আগরতলা শাখার সামনে বিক্ষোভে বসে তারা। তারা জানান জয়েন্ট একশন কমিটি পক্ষ থেকে গত ১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ১৬ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মূলত দাবি এলআইসি এজেন্টদের গ্রুপ ইন্সুরেন্স বৃদ্ধি করা, এলআইসি প্রিমিয়াম থেকে জিএসটি প্রত্যাহার করা, এজেন্টদের জন্য পেনশন চালু করা।
এলআইসি জাতীয়করণের পর এজেন্টের দ্বারা এগিয়ে গেছে। কিন্তু এজেন্টদের সাথে এলআইসি কর্তৃপক্ষ এবং কেন্দ্র সরকার বৈমাতৃসুলভ আচরণ করে চলেছে। এজেন্টের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কোন উদ্যোগ গ্রহণ করছে না সরকার। তাই সর্বভারতীয় ভাবে দীর্ঘ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আর যতদিন না পর্যন্ত এজেন্টদের সাথে দাবি গুলি মানা হবে ততদিন পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন এলআইসির শিলচর ডিভিশন কাউন্সিলের যুগ্ম সম্পাদক শান্তনু পাল। এদিন আগরতলা শাখার সামনে চার ঘন্টা এই কর্মস্থান অনুষ্ঠিত হয়।