Monday, November 17, 2025
বাড়িরাজ্যমুখ্যমন্ত্রীর জনসভায় যাওয়ার সময় আক্রান্ত বিজেপি -র কর্মী সমর্থকরা

মুখ্যমন্ত্রীর জনসভায় যাওয়ার সময় আক্রান্ত বিজেপি -র কর্মী সমর্থকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ অক্টোবর : এডিসি নির্বাচনে এবং ভিলেজ কাউন্সিল নির্বাচনে কোন জাতীয় দলকে এডিসি এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না। তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণের এই হুশিয়ারির সপ্তাহ না গড়াতেই আক্রমণের মুখে পড়ল প্রধান শাসক দল বিজেপি। বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার জনসভায় অংশ নিতে যাওয়ার পথে বিজেপি সমর্থকদের উপর হামলার ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে বেলবাড়ি এলাকা। ঘটনা বুধবার জিরানিয়া থানার অন্তর্গত খুমতিয়া বাজার সংলগ্ন এলাকায়। বিজেপি সমর্থকদের গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় ইট-পাটকেল। ওই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী ও সমর্থক।

 জানা গেছে, মুখ্যমন্ত্রীর জনসভা উপলক্ষে বিজেপি কর্মী-সমর্থকেরা গাড়ি দিয়ে সভাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। খুমতিয়া বাজার এলাকায় যেতেই করেই তাঁদের গাড়ি লক্ষ্য করে শুরু হয় ইট-পাটকেল নিক্ষেপ। একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। হামলার ফলে রাস্তায় দীর্ঘক্ষণ আটকে পড়েন বিজেপি -র রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা-সহ রাজ্য নেতৃত্বের একাধিক গাড়ি। অনেক বিজেপি কর্মী ও সমর্থককে হুমকি দিয়ে সভাস্থলে যেতে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। কয়েকটি গাড়িকে মাঝপথ থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে দাবি। ওই ঘটনার জন্য সরাসরি অভিযোগের তির বিজেপির শরিক দল তিপরা মথা-র দিকে উঠেছে। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।

 প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু গত কয়েক মাসে খোয়াই, হাজামারা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় শাসক দল বিজেপি রক্তাক্ত হয়েছে। দলীয় কর্মসূচির আগে মথার কর্মী সমর্থকদের রক্ত চক্ষু দেখেছে বিজেপি। অথচ এতগুলো ঘটনার পরেও মানবতার বন্ধন ছাড়তে পারছে না বিজেপি। আক্রান্ত হচ্ছে নিরীহ কর্মী সমর্থকরা। তারপরেও দুর্বৃত্তদের গ্রেপ্তার নেই। মঞ্চে দাঁড়িয়ে একের পর এক উস্কানিমূলক কথা বলে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা যে কতটা দূর এগিয়ে যাচ্ছে সেটা ধারণা নেই শাসক দল বিজেপির। তবে এ ধরনের ঘটনা ক্রমশ বেড়ে চলায় ভবিষ্যৎ নিয়ে ভাবাচ্ছে সরকারকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য