Thursday, November 13, 2025
বাড়িরাজ্যআইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশের ভূমিকা অপরিসীমা : মুখ্যমন্ত্রী

আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশের ভূমিকা অপরিসীমা : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ অক্টোবর : এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার সকালে রাজধানীর এডি নগর স্থিত শহিদ মনোরঞ্জন স্মৃতি স্টেডিয়ামে পুলিশ শহিদ দিবস পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে এইদিন পুলিশের পক্ষ থেকে কুচ কাওয়াজ প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী এইদিন শহিদ বেদিতে ফুল দিয়ে শহিদ আরক্ষা কর্মীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বলেন, পুলিশ শহিদ দিবসে যে সকল আরক্ষা কর্মীরা কর্তব্যরত অবস্থায় শহিদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানানো হয়।

 বিগত দিনে আরক্ষা কর্মীরা যে ভাবে দায়িত্ব পালন করেছেন, তারা আগামী দিনেও অনুরুপ ভাবে দক্ষতার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করবেন বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশের ভূমিকা অপরিসীমা। ১৯৬৯ সালের ২১ অক্টোবর লাদাখে আরক্ষা কর্মীরা দায়িত্ব পালন করার সময় তাদের উপর আচমকা হামলা চালায় চিনা সেনা বাহিনী। তাতে করে ১০ জন আরক্ষা কর্মী শহিদ হয়। পরবর্তী সময় ১৯৬০ সাল থেকে ২১ অক্টোবর দিনটিকে পুলিশ শহিদ দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে দেশের সরকার। ১৯৬১ সালের ২১ অক্টোবর দিনটিকে পুলিস শহিদ দিবস হিসাবে পালন করা হয়।

 ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত সমগ্র দেশের ১৯১ জন আরক্ষা কর্মী কর্তব্যরত অবস্থায় শহিদ হয়েছে। তার মধ্যে ত্রিপুরা রাজ্যের দুইজন রয়েছে। এইদিনের অনুষ্ঠানে শহিদ রাজ্যের দুই আরক্ষা কর্মীর পরিবারকে সম্মাননা জানানো হয়। এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে.কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য