Tuesday, November 18, 2025
বাড়িরাজ্যআইনজীবীর বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ তুলে সোচ্চার জনগণ

আইনজীবীর বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ তুলে সোচ্চার জনগণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ অক্টোবর : নিরীহ পরিবারের উপর আইনজীবীর অত্যাচার। এমনটাই অভিযোগ স্থানীয়দের। প্রতিবাদে সোচ্চার হলেন পঞ্চায়েতের সদস্যা। ঘটনা রবিবার দুপুরে বিশালগড় থানার অন্তর্গত  গজারিয়া এলাকার ১ নম্বর ওয়ার্ডে। অভিযোগ গজারিয়ার রাষ্ট্রবাদী নেতা আইনজীবী অপু চন্দ্র দাস তার বাড়ির পোল্ট্রি ফার্মের আবর্জনা এলাকার সুপ্রিয়া বিশ্বাস নামের এক মহিলার বসত ঘরের পাশে পুকুরে প্রতিনিয়ত জমাট করছে। পোল্ট্রি ফার্মের মুরগির মলের গন্ধে নাজেহাল গোটা এলাকার মানুষ।

 যদিও পুকুরটির ব্যক্তিগত মালিক আইনজীবী অপু চন্দ্র দাস সহ তার পরিবার। সুপ্রিয়া বিশ্বাস নামের মহিলা প্রতিবাদ করতে এগিয়ে আসলে রাষ্ট্রবাদী নেতা তথা আইনজীবী অপু চন্দ্র দাস সহ অরুণ চন্দ্র দাস, মনিন্দ্র দাস সহ পরিবারের সদস্যরা দা লাঠি নিয়ে অসহায় মহিলা সুপ্রীয়া বিশ্বাসের পরিবারের উপর আক্রমণ চালাতে আসে বলে অভিযোগ করেন সেই মহিলা নিজেই। অসহায় এই পরিবার রাষ্ট্রবাদী নেতা আইনজীবী অপু চন্দ্র দাসের নির্যাতনের শিকার হচ্ছেন, এ খবর শুনতে পেয়ে এগিয়ে আসেন পঞ্চায়েত সদস্যা সীমা দাস। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

স্থানীয়দের সূত্রে খবর, অপু চন্দ্র দাস নিজেকে রাষ্ট্রবাদী নেতা পরিচয় দিয়ে একাধিক অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। আইনজীবী বলে এলাকার নিরীহ পরিবারের উপর মানসিকভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছেন তিনি।  পোল্ট্রি ফার্মের দুর্গন্ধকর পরিবেশের প্রতিবাদ যারাই করতে আসেন তাদেরকে গলায় চাপা দিয়ে ধরেন। এলাকার বাড়ি ঘরে কোনো নিকট আত্মীয়রা বেড়াতে আসলে দুর্গন্ধ কর পরিবেশের শিকার হন। পরবর্তী সময়ে আত্মীয়রা আর কারুর বাড়িতে বেড়াতে আসেন না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য