স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ অক্টোবর : নেশার বাড়বাড়ন্তে অতিষ্ঠ জনগণ। এবার
নেশা করতে গিয়ে আটক যুবক। তারপর উত্তেজিত হয়ে উঠে গ্রামবাসী। ঘটনা চরিলাম কদমতলী এলাকায়। বিশালগড় থানার পুলিশ গিয়ে নেশা কারবারিকে উদ্ধার করে নিয়ে আসে। ধৃত যুবক জানায়, তার নাম স্বপন কুমার রায়। বিশালগড় বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় তার বাড়ি। এলাকায় কৌটা নিতে এসেছিল বলে জানায় ক্যামেরায়।
গ্রামবাসী জানায়, গ্রামে কোনভাবে নেশা বরদাস্ত করা হবে না। এর বিরুদ্ধে সজাগ রয়েছে গ্রামবাসী। এদিকে বিশালগড়ের কুখ্যাত নেশা কারবারি জেল ফেরত ভুট্টোর বাড়িতে পুলিশের অভিযান। শনিবার রাতে বিশাল পুলিস বাহিনী নেশা কারবারি ভুট্টোর বাড়িতে তল্লাসি চালায়। তবে কি কারনে পুলিস ভুট্টোর বাড়িতে তল্লাসি অভিযান চালিয়েছে তা স্পষ্ট ভাবে জানা যায় নি। জানা গেছে জিরানিয়া রেল ষ্টেশন থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধারের ঘটনার সাথে ভুট্টোর যোগসূত্র থাকতে পারে। সেই কারনে পুলিস ভুট্টোর বাড়িতে তল্লাসি অভিযান চালিয়েছে। অপরদিকে বহিঃরাজ্যে পাচারকালে ৮ লক্ষাধিক টাকার গাজা উদ্ধার করল মুঙ্গিয়াকামি থানার পুলিশ। মুঙ্গিয়াকামি থানার অন্তর্গত ৪১ মাইল এলাকায় একটি ছোট গাড়ি থেকে উদ্ধার করা হয় এই শুকনো গাঁজা।
তেলিয়ামুড়া মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক রোহণ কিষান জানান মুঙ্গিয়াকামি থানার অন্তর্গত ৪১ মাইল এলাকার নাকা চেকিং পয়েন্টে পুলিশ একটি সন্দেহ জনক ছোট গাড়ি আটক করা হয়। গাড়িটিতে তল্লাসি চালানোর পর উদ্ধার হয় ৪৩ কেজি গাজা। উদ্ধার হওয়া গাজার কালোবাজারি মূল্য ৮ লক্ষাধিক টাকা হবে। একই সাথে আটক করা হয় গাড়ির চালক সহ এক যাত্রীকে। গাড়িতে থাকা যাত্রী ক্যান্সার আক্রান্ত রোগী। ক্যান্সার আক্রান্ত রোগীকে ব্যবহার করে এই গাজা পাচার করা হচ্ছিল। ধৃতদের প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা গেছে সিধাই এলাকা থেকে এই গাজা গাড়িতে লোড করা হয়েছে। এই গাঁজা বহিঃরাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

