Wednesday, March 26, 2025
বাড়িরাজ্যরাজ্য পুলিশের প্রাক্তন মহা নির্দেশক চাকরি থেকে ছাঁটাই

রাজ্য পুলিশের প্রাক্তন মহা নির্দেশক চাকরি থেকে ছাঁটাই

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ সেপ্টেম্বর : রাজ্য পুলিশের প্রাক্তন মহা নির্দেশক ভিএস যাদব’কে চাকরি থেকে ছাঁটাই করল ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসন (পার্সোনাল এবং ট্রেনিং) দপ্তর। তাঁর বিরুদ্ধে বহু অভিযোগে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রবিবার থেকে অবসরপ্রাপ্ত হিসেবে  ধরে নেওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে রাজ্য সরকার।

 সূত্রের খবর তিনি ত্রিপুরা থেকে রদবদল হওয়ার পর পুলিশের সদর কার্যালয়ে থেকে বহু অভিযোগ উঠতে শুরু করেছে। এ নিয়ে প্রশাসনিক মহলে গুঞ্জন সৃষ্টি হয়েছে। পাশাপাশি গত সাড়ে চার বছরে রাজ্যের আইন শৃঙ্খলা চরম অবনতির অভিযোগ তুলেছে রাজ্যের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো এবং সাধারণ মানুষ। বহু ঘটনার সুষ্ঠু তদন্ত পর্যন্ত হয়নি বলে রীতিমতো অভিযোগ উঠেছিল। বর্তমানে তিনি দিল্লির ত্রিপুরা ভবনে রেসিডেন্স কমিশনার পদে দায়িত্ব গ্রহণ করার পর ধীরে ধীরে সেসব অভিযোগ সামনে আসতে শুরু করেছে। এখন সেগুলো তদন্তের অপেক্ষা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য