স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ সেপ্টেম্বর : রবিবার বিকেলে তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি স্থিত রেল স্টেশনে গাঁজা পাচার কাণ্ডে দুজন বহিঃরাজ্যের মহিলার মধ্যে একজনকে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ। অপর মহিলা রেল দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পুলিশ আটক মহিলার কাছ থেকে বাজেয়াপ্ত করেছে তিন প্যাকেট শুকনো গাঁজা, রবিবার বিকেলে তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশ ত্রিশাবাড়ি রেলস্টেশন সংলগ্ন এলাকায় চেকিং-এ বসে।
সে সময় ম্যাক্স গাড়ি থেকে নেমে দুজন মহিলা রেল স্টেশনের দিকে যাবার পথে ট্রাফিক পুলিশের সন্দেহ হয়। তখন ট্রাফিক পুলিশ তাদের পিছু নিতেই চম্পট দেয়। যদিও অপর আরেক মহিলাকে আটক করতে সক্ষম হয় ট্রাফিক পুলিশ। তার কাছ থেকে তল্লাশি চালিয়ে তিন প্যাকেটে মোট ১৪ কেজি গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয় তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশ। আটক মহিলার নাম সুনিতা দেবী মন্ডল। তার বাড়ি বিহারের ভাগলপুরে। পুলিশ সেই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে দুই মহিলা গত শুক্রবার বিহারের ভাগলপুর থেকে ত্রিপুরায় আসে। রবিবার গাঁজা নিয়ে বিহারের উদ্দেশ্যে যাওয়ার পথে তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি এলাকায় ট্রাফিক পুলিশের হাতে আটক হয় এই মহিলা। ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। পুলিশ অভিযুক্ত মহিলাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।