স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ অক্টোবর : আগামী ২৫ এবং ২৬ অক্টোবর সমাজপতিদের নিয়ে দুদিনের তৃতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত করতে চলেছে কাউন্সিল অফ তিপ্রাসা হদা। রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এ কথা জানিয়েছেন সংগঠনের কনভেনার ধীরেন্দ্র ত্রিপুরা। তিনি জানিয়েছেন এই সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে লংতরাইভ্যালী ধূমাছড়া এলাকায়।
তিনি জানিয়েছেন এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মণ। এছাড়াও উপস্থিত থাকবেন শব্দ কমার জমাতিয়া, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্য। দুদিনের সম্মেলনে অংশ নেবে তিন হাজার প্রতিনিধি। আগামী দিন কিভাবে জনজাতিদের উন্নয়ন করা যায় সেই বিষয়ে আলোচনা হবে। সমাজপতিদের নিয়ে আয়োজিত এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি।

