স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ সেপ্টেম্বর : এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে বড় ভূমিকা নেবে আগামী প্রজন্ম। গ্রাম ও শহরের স্কুল গুলির ছাত্র ছাত্রীরা এতটাই সুশৃঙ্খল ও দক্ষ হয়েছে যে তাদের জন্য গর্ব হয়। দীর্ঘ দিন ধরে শিক্ষা ক্ষেত্রে যে চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার ও শিক্ষা দপ্তর তার সুফল বর্তমানে পরিলক্ষিত হচ্ছে।
শনিবার ৫ সেপ্টেম্বরকে সামনে রেখে শহর ও শহরতলির বেশ কিছু স্কুল ঘুরে দেখে এই কথা বলেন মন্ত্রী রতন লাল নাথ। এদিন উচু ক্লাশের ছাত্র ছাত্রীদের দ্বারা নিচু ক্লাশের ছাত্র ছাত্রীদের পাঠ দানের বিষয়টিও দেখেন তিনি। এদিন পাণ্ডব স্কুলের পর খয়েরপুর স্থিত পল্লীমঙ্গল স্কুলে যান মন্ত্রী। স্কুল পরিদর্শনের পাশাপাশি কথা বলেন শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে। ক্লাশ রুমে গিয়ে ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলেন। এই স্কুলের শৃঙ্খলা ও পরিবেশ দেখেও অভিভুত হন মন্ত্রী। তবে স্কুল চত্বরে বেশ কিছু গাছ লাগানোর পরামর্শ দেন। তিনি জানান রাজ্যের মানুষের নয়, শিশুদের মন্ত্রী তিনি। এই শিশুদের উন্নয়ন, মানসিক বিকাশ ঘটাতে এবং হৃদয় যাতে বড় হয় তার জন্য দপ্তর ও শিক্ষক শিক্ষিকারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যে সমস্ত পরিবর্তন শিক্ষা ক্ষেত্রে আনা হয়েছে তার সুফল বর্তমানে পরিলক্ষিত হচ্ছে বলে জানান তিনি।