স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ সেপ্টেম্বর : জে আর বি টি -র ফলাফল দ্রুত প্রকাশ করা এবং টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবিতে বেকার আন্দোলনের পর এবার বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলন ক্রমশ তেজী হচ্ছে। শুক্রবার রাজধানীর সার্কিট হাউস স্থিত গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসে এন এস ইউ আই কর্মীরা। ধর্নাস্থলে উপস্থিত এন এস ইউ আই রাজ্য সভাপতি সম্রাট রায়। তিনি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন, জে আর বি টি-র ফলাফল গত এক বছরেও প্রকাশ করতে পারেনি সরকার।
এমনকি টেট উত্তীর্ণদের চাকরি না দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। সুতরাং একদিকে যেমন শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, অপরদিকে কর্মসংস্থানের অভাব। আর এই সমস্যাগুলি সমাধান না করে বিরোধী রাজনৈতিক সংগঠনের ছাত্রদের উপর বিজেপি সন্ত্রাস নামিয়ে এনেছে। বৃহস্পতিবার খোয়াই পাপন দাস নামে এক ছাত্রনেতার দোকানে হামলা সংগঠিত করে দুর্বৃত্তরা। সারা রাজ্য জুড়ে এভাবে সন্ত্রাস নামিয়ে এনেছে বিজেপি। এর তীব্র প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সমস্ত বিজেপি বিধায়কের বাড়ির সামনে ছাত্রদের নিয়ে বিক্ষোভে শামিল হবে এন এস ইউ আই। তবে এই দিন আন্দোলন কিছুক্ষণ চলার পরে আচমকা এনসিসি থানার পুলিশ এসে ধর্না স্থল থেকে কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করে নেয়। তবে হাস্যকর বিষয় ছিল এদিন পুলিশের কাছে ছিল না পর্যাপ্ত পরিমাণে গাড়ি। দুটি জিপ গাড়ি নিয়ে এসে কয়েকজন এন এস ইউ আই কর্মীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বাকি বিক্ষোভকারী এন এস ওয়াই কর্মীদের বাড়ি চলে যেতে বলে পুলিশ কর্মীরা।