Thursday, April 18, 2024
বাড়িরাজ্যরান ফর টি -র আয়োজন

রান ফর টি -র আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ সেপ্টেম্বর : ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে এবং ভারতীয় চা বোর্ডের সহযোগিতায় শনিবার “রান ফর টি” অনুষ্ঠিত হয়। এদিন সকাল সাড়ে ছয়টায় বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি স্থিত টি কর্নার থেকে রান ফর টি-র সূচনা হয়। সবুজ পতাকা নেড়ে সূচনা করেন মন্ত্রী রতন লাল নাথ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার, টি বোর্ডের  চেয়ারম্যান সন্তোষ সাহা, শিল্প ও বানিজ্য দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্র সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন বর্তমান সরকার রাজ্যের চা-কে জনপ্রিয় করে তুলতে উদ্যোগ নিয়েছে। চা উৎপাদনে ভারতবর্ষে ষষ্ঠ স্থানে রয়েছে ত্রিপুরা। লোগো, ব্র্যান্ড বর্তমান সরকারের আমলে হয়েছে। অক্সন সেন্টারে চায়ের দাম আগের তুলনায় অনেক বেড়েছে । একই সঙ্গে বেড়েছে উৎপাদন। ৫২ টি চা বাগানের মধ্যে চা উন্নয়ন নিগমের অধীনে রয়েছে ৩ টি চা বাগান। চা শ্রমিকদের জমির উপর অধিকার দিয়েছে । শ্রমিকদের মজুরী বৃদ্ধি করে করা হয়েছে ১৭৬ টাকা। রাজ্যের দ্বিতীয় সংগঠিত শিল্প হচ্ছে চা। রাজ্যের অর্থনীতিকে বাড়াতে চা শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ। যে ভাবে রাজ্যের চা শিল্প এগিয়ে যাচ্ছে তাতে আগামী দিনে রাজ্যের চা বিশ্ব বাজারে খ্যাতি অর্জন করবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের রান ফর টি-তে অংশ নেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। সকলের সঙ্গে হাঁটেন অতিথিরা। বীরচন্দ্র ষ্টেট সেন্ট্রাল লাইব্রেরীর সামনে থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন পথ ঘুরে পুনরায় বীরচন্দ্র ষ্টেট সেন্ট্রাল লাইব্রেরির সামনে শেষ হয় রান ফর টি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য