স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ অক্টোবর, ২০২৫: বিশালগড় কড়ুইমুড়া তেবাড়িয়া এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু এক বধূর। মৃত গৃহ বধূর নাম অঞ্জলি সরকার। অঞ্জলি সরকারের ভাগিনা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় অঞ্জলি সরকারের বাড়ির উপর দিয়ে হুক লাইনের তার নিয়ে যায় গোপাল সরকার নামে এক ব্যক্তি।
অঞ্জলি সরকার এই নিয়ে বহুবার আপত্তি জানিয়েছে। তারপরও গোপাল সরকার অঞ্জলি সরকারের বাড়ির উপর দিয়ে হুক লাইনের তার নিয়ে যায়। বুধবার সকালে হুক লাইনের তারটি অঞ্জলি সরকারের উঠানে পড়ে যায়। অঞ্জলি সরকার সেই তারটি উঠানের এক পাশে রাখতে যান।
তখনই অঞ্জলি সরকার বিদ্যুৎ স্পৃষ্ট হয়। ঘটনার সাথে সাথে পরিবারের লোকজন অঞ্জলি সরকারকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর অঞ্জলি সরকারকে মৃত বলে ঘোষণা করে দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

