স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ সেপ্টেম্বর : বিজেপি নামদারী ছাত্র সংগঠনের দ্বারা কলেজে ভয়ভীতি সৃষ্টি হচ্ছে। এবং তারা সদস্যপদের নাম করে চাঁদাবাজি, বিরোধী ছাত্র সংগঠনের উপর হামলা ও স্কুল কলেজ এক ভয়ের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে।
শিক্ষা দপ্তরের উপযুক্ত কোন পদক্ষেপ এখন পর্যন্ত প্রত্যক্ষ করা যাচ্ছে না। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এন এস ইউ আই। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান এন এস ইউ আই রাজ্য সভাপতি সম্রাট রায়। তিনি বলেন, স্কুল কলেজের এ ধরনের পরিবেশের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে সংশ্লিষ্ট দপ্তরকে। না হলে আগামী দিনে মুখ্যমন্ত্রী বাড়ি ঘেরাও করা হবে বলে জানান তিনি।