Thursday, November 13, 2025
বাড়িরাজ্যমুখ্যমন্ত্রীর দিল্লি সফর : স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে তহবিল চাইলেন ডাঃ মানিক সাহা

মুখ্যমন্ত্রীর দিল্লি সফর : স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে তহবিল চাইলেন ডাঃ মানিক সাহা

আগরতলা, ১৪ অক্টোবর (হি.স.) : ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা মঙ্গলবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকে তিনি রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে একাধিক প্রস্তাব উপস্থাপন করেন এবং কেন্দ্রের কাছে অতিরিক্ত তহবিলের অনুরোধ জানান।

সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যখাতে বেশ কিছু নতুন উদ্যোগ নিয়ে আলোচনা করেন। এর মধ্যে রয়েছে—পিপিপি মডেলে ধলাই জেলার কুলাইয়ে একটি মেডিকেল কলেজ স্থাপন, আগরতলায় একটি টারশিয়ারি আই (অফথালমোলজি) হাসপাতাল গঠন এবং এজিএমসি ও জিবিপি হাসপাতালে অঙ্গ প্রতিস্থাপন পরিষেবার জন্য ইমিউনোলজি ল্যাব স্থাপন।

এছাড়াও তিনি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পের অধীনে তহবিল চেয়েছেন। পাশাপাশি, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে উন্নত চিকিৎসা সরঞ্জাম সরবরাহেরও অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও কার্যকর ও জনবান্ধব করতে কেন্দ্রের সহযোগিতা অপরিহার্য বলে মুখ্যমন্ত্রী বৈঠকে উল্লেখ করেন। রাজনৈতিক সূত্রে জানা গেছে, স্বাস্থ্য বিষয় ছাড়াও বিজেপির রাজ্য ইউনিটের সাংগঠনিক বিষয় নিয়েও জেপি নাড্ডার সঙ্গে আলোচনা হয়েছে। বিশেষ করে দলের প্রদেশ সভাপতি নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের দাবি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য