স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ সেপ্টেম্বর : বুধবার রাতে জিরানীয়া মাধববাড়ি এফ সি আই গোডাউন থেকে চাল বোঝাই করে তেলিয়ামুড়া জারইলং যাওয়ার পথে জাতীয় সড়কের বড়মুড়া বনকুমারী সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাঁদে পড়ে যায় চাল বোঝাই গারিটি। এতে আহত হয় গাড়ির চালক উপেন্দ্র দাস। খবর পেয়ে ছুটে আসে চম্পকনগর ফাঁড়ির পুলিশ।
চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চম্পকনগর স্বাস্থ্য কেন্দ্রে। খবর পেয়ে আসেন গাড়ির মালিক সহদেব কর। তিনি জানান টি আর ০১ এইচ ১৭৪২ নাম্বারের গারিটি মাধববাড়ি এফ সি আই গোডাউন থেকে ৩৫০ বস্তা চাল নিয়ে জারইলং যাচ্ছিল। বন কুমারী এলাকায় অপর দিক থেকে আসা আরেকটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায়। প্রায় ৩০ থেকে ৪০ ফুট খাঁদে পড়ে যায় চাল বোঝাই গাড়িটি। এই ঘটনায় আহত হয় গাড়ির চালক।