স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ সেপ্টেম্বর : রানীরবাজার বৃদ্ধনগর এলাকার এক কলেজ ছাত্রীর উপর নির্যাতন ও ধর্ষণের ঘটনায় শাসক দলের নেতা বাবুল ঘোষকে অবিলম্বে গ্রেফতার করা, নবগ্রাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পাঠরতা নাবালিকা ছাত্রীর উপর নির্যাতন ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শাসক দলের নেতা চন্দন সাহাকে গ্রেপ্তার করার দাবি সহ চার দফা দাবিতে বৃহস্পতিবার রাজ্য পুলিশের সদর কার্যালয়ে পশ্চিম জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করেন এস এফ আই রাজ্য কমিটির এক প্রতিনিধি।
ডেপুটেশনের পর প্রতিনিধি দল দাবি করেন, রাজ্যে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। তাই পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে। পাশাপাশি চুরি ছিনতাই সহ নেশা কারবারীদের আনাগোনা ঘটনা ক্রমশ বেড়ে চলেছে পশ্চিম জেলায়। ছাত্র-ছাত্রীরা বাড়িতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে আতঙ্কে ভুগছে। বিশেষ করে ছাত্রীরা সম্পূর্ণভাবে নিরাপত্তাহীনতার রয়েছে। তাই আইনশৃঙ্খলা সঠিক দিশায় নিয়ে আসতে দাবি জানিয়ে ডেপুটেশন প্রদান করা হয়েছে পশ্চিম জেলা পুলিশ সুপারের কাছে বলে জানান এসএফআই রাজ্য সভাপতি। তিনি আরো জানান যতক্ষণ না পর্যন্ত এ ধরনের ঘটনা জড়িত মূল অভিযুক্তরা গ্রেপ্তার হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে এবং পুলিশের বারবার দারস্থ হবে এসএফআই।