স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ অক্টোবর : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ফি বৃদ্ধির প্রতিবাদে এ আই ডি এস ও রাজ্য কমিটির পক্ষ থেকে পর্ষদের সামনে বিক্ষোভ দেখায়। সংগঠনের রাজ্য সভাপতি রামপ্রসাদ আচার্য জানান, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ গত ১০ অক্টোবর থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীদের বিভিন্ন খাতে অস্বাভাবিক হারে ফি বৃদ্ধি করেছে। গত বছরের তুলনায় এই ফি বৃদ্ধি পেয়েছে দেড়শো থেকে আড়াইশো গুন। রাজ্যের গরীব সাধারণ পরিবারের ছেলেমেয়েদের এই ব্যাপক ফি বৃদ্ধি নিঃসন্দেহে পড়াশোনায় বাধা সৃষ্টি করবে। যা অত্যন্ত অমানবিক এবং ছাত্র স্বার্থবিরোধী।
এমনিতেই সরকারী শিক্ষার মান দুর্বল হওয়ায় বেশিরভাগ ছাত্রছাত্রীদের প্রাইভেট টিউশনের উপর নির্ভরশীল হতে হয়। তাছাড়া সরকারী শিক্ষার ব্যয়ভার যত বাড়বে বেসরকারী শিক্ষার সম্প্রসারণ তত বেশি হারে বৃদ্ধি পাবে। ফলে শিক্ষার সার্বজনীন সুযোগ থেকে সাধারণ ঘরের ছেলেমেয়েরা বঞ্চিত হবে। বর্তমানে পর্ষদের এই ব্যাপক ফি বৃদ্ধি নিঃসন্দেহে রাজ্যের গরিব ঘরের ছেলে মেয়েদের ভবিষ্যৎ শিক্ষার চূড়ান্ত ক্ষতিসাধন করবে বলে সংগঠন মনে করছে। তাই অবিলম্বে ফি প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। একই সাথে দাবি জানানো হয় রাজ্যের শিক্ষার মান উন্নয়ন করতে পর্ষদ যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে।

