Friday, March 29, 2024
বাড়িরাজ্যরাতের আঁধারে পরপর চারটি বোমা নিক্ষেপ, আতঙ্কের ছাপ গোটা এলাকায়

রাতের আঁধারে পরপর চারটি বোমা নিক্ষেপ, আতঙ্কের ছাপ গোটা এলাকায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ আগস্ট :  বোমা আতঙ্কে ভুগছে গোটা এলাকার মানুষ। ঘটনার বিবরণে জানা গেছে মঙ্গলবার রাত আনুমানিক ১১ টার নাগাদ কমলাসাগর বিধানসভা সেকেরকোট এলাকায় পরপর চারটি  বোমা ফাটায় দুস্কৃতিকারীরা। যখন  একের পর এক বোমা ফাটছিলো তখন সেকেরকোট বাজার সহ  সেকেরকোট চা বাগান এলাকায়  ব্যবসায়ীরা সকলে বাড়িতেই ছিল।

 বোমার বিকট শব্দে স্থানীয় এলাকাবাসীর আতঙ্কগ্রস্ত হয়ে ঘর থেকে বেরিয়ে চিৎকার শুরু করে। মুহুর্তের মধ্যে গোটা এলাকা জুড়ে তাজা বারুদের গন্ধ ছড়িয়ে পড়ে। জানা যায়, দুস্কৃতিকারীরা  সেকেরকোট নিউমার্কেট অটো স্ট্যান্ড সংলগ্ন যাত্রী বিশ্রামাগারের পাশে একটি বোমা ফাটায় অপর বোমাটি  ফাটায় সেকেরকোট বাজারে,  আর বাকি দুটি বোমা ফাটে সেকেরকোট স্থিত বিক্রমনগর তহশীল কাছারি অফিসের পেছনের একটি বাড়িতে। এই  ঘটনায় রাতেই স্থানীয় এলাকাবাসীরা  আগরতলার সাব্রুম জাতীয় সড়ক অবরোধে বসে  তখন  প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিশালগড়ের দিক থেকে আগরতলা উদ্দেশ্যে যাওয়ার পথে বিপ্লব দেবের কনভয় আটকে দেয় সেকেরকোট এলাকায়। পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গোটা ঘটনাটি প্রত্যক্ষ করে  স্থানীয় এলাকাবাসীকে আশ্বাস দেন দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পুলিশকে বলা হয়েছে।

ঘটনার খবর পেয়ে ছুটে যায় আসাম পশ্চিম জেলার পুলিশ সুপার সহ আমতলীর এস ডি পি ও সহ গোয়েন্দা শাখার পুলিশ। এদিন রাত থেকেই পুলিশ দুষ্কৃতিকারীদের জালে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কাউকে জালে তুলতে পারে নি পুলিশ। তবে এই ধরনের ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য