স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ আগস্ট : বুধবার রাজা রামমোহন রায়ের ২৫০ তম জন্মদিন উপলক্ষে বীরচন্দ্র ষ্টেট সেন্ট্রাল লাইব্রেরীর উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহায়তায় ছিল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনে থাকা রাজা রাম মোহন রায় লাইব্রেরী ফাউন্ডেশন।
এদিন মহিলা স্ব শক্তিকরনের উপর একটি সচেতনতা মূলক মিছিলের আয়োজন করা হয়। মিছিলের শুরুতে রাজা রাম মোহন রায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মন্ত্রী রতন লাল নাথ, মেয়র দীপক মজুমদার, টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা, এস সি ই আর টি-র অধিকর্তা এন সি শর্মা সহ অন্যান্যরা। এরপর সবুজ পতাকা নেড়ে সচেতনতা মূলক মিছিলের সূচনা করেন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। মিছিলে চারটি স্কুলের ছাত্রীরা অংশ নেয়। এদিনের কর্মসূচির সূচনা করে মন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন স্বাধীনতার এত বছর পরেও মহিলাদের উপর নিপীড়ন কমছে না। রাজ্যে এই পরিসংখ্যান অনেকটাই কমিয়ে আনা গেছে। কিন্তু তাকে শুন্যের কোঠায় আনা যায়নি। তাই আজকের দিনেও যথেষ্ট প্রাসঙ্গিক রাজা রামমোহন রায়। মহিলা স্ব-শক্তিকরণ ও সেচতনতার মাধ্যমেই এই নির্যাতনের সংখ্যা ক্রাস করা সম্ভব বলে জানান তিনি।