স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ অক্টোবর : গত সাত বছর ধরে রাজ্যের চলছে ডাবল ইঞ্জিনের সরকার। কিন্তু সরকারি নির্দেশিকা কলাপাতা করে ছাড়ছে মাথা ভারী প্রশাসনিক আধিকারিকরা। সেপ্টেম্বর মাসে দুর্গাপূজা উপলক্ষে রাজ্য সরকার ঘোষণা দিয়েছিলেন ২৬ অক্টোবরের মধ্যে সকল কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হবে। কিন্তু শারদীয়া দুর্গোৎসব শেষ হয়ে আর কয়েকদিন পর দীপাবলি। অথচ রেগার কর্মচারীদের ভাগ্যে এখনো তাদের ন্যায্য বেতন জোটেনি।
তাই তারা বাধ্য হয়ে সোমবার দুপুরে খোয়াই ব্লক আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করেন। রেগার শ্রমিকরা দাবি জানান, খোয়াই ব্লকের অধীন ৫২ জন রেগা কর্মচারী রয়েছেন। গত সেপ্টেম্বর মাসের বেতন দ্রুত তাদের মিটিয়ে দেওয়ার জন্য দাবি জানানো হয়েছে বিডিও-র কাছে। তিনি আশ্বস্ত করেছেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন। সহসাই তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন। এখন দেখার বিষয় কবে নাগাদ তারা গত সেপ্টেম্বর মাসের বেতন হাতে পায়।

