স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ অক্টোবর : শনিবার দুপুর একটার নাগাদ যাত্রাপুর থানার পুলিশ থলি বাড়ি শিবু পালের বাড়ি থেকে প্লাস্টিকের ড্রাম ভর্তি প্রায় ১৭৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনার বিবরণে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালাতে গিয়ে গোয়েন্দা বিভাগ ও যাত্রাপুর থানার পুলিশ এবং এস টি এফ যৌথভাবে অভিযান চালায়।
তবে অভিযুক্তকে আটক করতে পারে নি পুলিশ। এদিন পুলিশ বাড়ির বসত ঘরের চতুর্দিকে মাটি খুঁড়ে প্লাস্টিকের ড্রাম ভতি শুকনো গাঁজাগুলি পুলিশ বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, মাটি খুঁড়ে গ্রামগুলি উদ্ধার করতে প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় অতিবাহিত হয়। অভিযুক্ত বিরুদ্ধে থানায় এনডিপিএস ধারা অনুযায়ী মামলা গ্রহণ করা হয়েছে।

