স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ অক্টোবর :বিশালগড়ের নেতাজিনগর বিবেকানন্দ পল্লীর পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ সিরাফ। বিশাল থানার এক পুলিশ অফিসার জানান শনিবার দুপুর দুইটা নাগাদ খবর পান বিশালগড়ের নেতাজিনগর বিবেকানন্দ পল্লির পরিত্যক্ত জায়গায় সন্দেহ জনক কিছু বস্তা দেখা যাচ্ছে।
যথারীতি পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে যাওয়ার পর পুলিশ তিনটি বস্তা দেখতে পায়। বস্তা গুলি খোলার পর উদ্ধার হয় বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ সিরাফ। উদ্ধার হওয়া কফ সিরাফ গুলি বাজেয়াপ্ত করা হয়। তবে নেশা জাতীয় কফ সিরাফ উদ্ধার হলেও কাউকে আটক করা যায় নি। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

