Thursday, November 13, 2025
বাড়িরাজ্যআরো এক বিদ্যালয়ে চুরি

আরো এক বিদ্যালয়ে চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ অক্টোবর :রাজধানীর বড়জলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পর এবার খানিকটা দূরেই নন্দন নগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে। চোরের দল নগদ অর্থ, ড্রোন সহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডিজে লাল দেবনাথ জানান, শনিবার সকাল সাড়ে ছয়টার নাগাদ তিনি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে খবর পান বিদ্যালয়ে চুরি হয়েছে। ‌সাথে সাথে তিনি বিদ্যালয়ে এসে খবর দেন পুলিশকে। কিছুক্ষণ পরেই জিবি ফাঁড়ির পুলিশ বিদ্যালয়ে পৌঁছায়।

 তারা প্রত্যক্ষ করেন বিদ্যালয়ের তিনটি কক্ষের ১৩ টি আলমারি ভেঙে একটি দামী ড্রোন, ল্যাপটপের ব্যাগ, সাউন্ড সিস্টেম মেশিন সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। অপরদিকে বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে চোরের দল নগদ চল্লিশ হাজার টাকা নিয়ে গেছে। পুলিশের কাছে অভিযোগ জানানোর পর পুলিশ তদন্তে নেমেছে। খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকেই জালে তুলতে পারেনি। তবে চুরির ঘটনা নিয়ে উদ্বিগ্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। প্রধান শিক্ষক আরো জানিয়েছেন, যে পাকা ভবনের মধ্যে চোরেরা থাবা বসিয়েছে সেটা দীর্ঘ পুরনো। বিদ্যালয়ের মধ্যে একটি নতুন পাকা ভবন নির্মাণ হলেও তার মধ্যে এখনো কাজ শুরু হয়নি। নতুন পাকা ভবনটির মধ্যে দশটি কক্ষ আছে। এটা কিছুটা নিরাপদ হবে বলে মনে করছেন প্রধান শিক্ষক। পাশাপাশি তিনি জানিয়েছেন বিদ্যালয়ের কোন নৈশ্য প্রহরী নেই।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য