স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ অক্টোবর :আগরতলা শহর জুড়ে উন্মুক্ত ড্রেইন গুলিকে কভার ড্রেইনে পরিণত করার কাজ চলছে। কাজের গুনগতমান যেন সঠিক থাকে তার জন্য প্রায় সময় নির্মাণ কাজ পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার। শনিবার রাজধানীর লক্ষীনারায়ণ বাড়ি সংলগ্ন এলাকায় কভার ড্রেইন নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন মেয়র দিপক মজুমদার।
উল্লেখ্য বৃষ্টি হওয়ার সাথে সাথে লক্ষীনারায়ণ বাড়ি এলাকায় জল জমে যায়। সেদিকে লক্ষ্য রেখে লক্ষ্মীনারায়ন বাড়ি সংলগ্ন এলাকায় কভার ড্রেইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সেখানে পুরানো কালভার্টটি ভেঙ্গে নূতন কালভার্ট নির্মাণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই কাজ অতিদ্রুত শেষ করার নির্দেশ দেন মেয়র। এইদিন মেয়র দিপক মজুমদারের সাথে ছিলেন স্মার্ট সিটি প্রকল্পের সি.ই.ও শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা।
এক সাক্ষাৎকারে মেয়র দীপক মজুমদার জানান, লক্ষ্মী নারায়ন বাড়ি রোডে বৃষ্টি হওয়ার সাথে সাথে জল জমে যায়। এমনকি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেও জল জমে যায়। তাই এইদিন আধিকারিকদের নিয়ে জায়গাটি পরিদর্শন করা হয়েছে। ৩ টি কালভার্ট নতুন ভাবে নির্মাণ করতে হবে। যাতে করে দ্রুত জল নিষ্কাশন হয়।

