স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১১ অক্টোবর : ইন্ডিয়া জোটের কাছে প্রত্যাখ্যাত হওয়ার পরে এবার একা চলার বার্তা দিল এআইএমআইএম। বিহার নির্বাচনের আগে ১০০ আসনে একা লড়ার কথা ঘোষণা করেছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। গত নির্বাচনে মাত্র ২০ আসনে লড়েছিল তাঁর দল।
হায়দ্রাবাদের সাংসদ ওয়েইসির দাবি বিহারে তৃতীয় বিকল্প তৈরির চেষ্টা করছে এআইএমআইএম। বহুদিন ধরে বিহারের রাজনীতি দ্বিমুখী। সেখানে মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস-আরজেডি জোট। এআইএমআইএম-এর রাজ্য সভাপতি আখতারুল ইমান বলেন, “আমাদের পরিকল্পনা রয়েছে ১০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার। এনডিএ এবং ‘মহাগঠবন্ধন’ উভয়কেই আমাদের উপস্থিতি উপলব্ধি করতে বাধ্য করা হবে।” তিনি আরও দাবি করেন যে ‘মহাগঠবন্ধন’ ২০২০ সালে এআইএমআইএম-এর বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ ভোট বিভক্ত করার অভিযোগ করেলেও এবার তা করতে পারবে না। তাঁর দাবি, “সবাই জানেন আমি আরজেডি সভাপতি লালু প্রসাদ এবং তেজস্বী যাদবকে চিঠি লিখে জোটে ইচ্ছা প্রকাশ করেছি। কিন্তু কোনও সাড়া পাইনি।” ইমানের অভিযোগ, “আমরা তৃতীয় ফ্রন্টের সম্ভাবনা বোঝার জন্য সমমনস্ক দলগুলির সঙ্গে আলোচনা করছি।”

